Site icon Jamuna Television

‘শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প’ পেলো সৃজনশীল কর্মের স্বীকৃতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‍‍আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের ঘর‍ নির্মাণ করে দেবার ধারণাটি সৃজনশীল মেধাকর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনার মডেলের জন্য ৬০ বছর মেয়াদে প্রধানমন্ত্রীকে এই স্বীকৃতি দেয়া হয়েছে। এর স্বত্বাধিকারী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া এক ব্রিফিংয়ে কপিরাইট অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৯৬ সাল থেকে যে ধারণা যাত্রা শুরু, সেই ধারণাই দেশের মানুষকে দারিদ্র সীমার হাত থেকে বাঁচাতে অবদান রেখেছে।

মুখ্য সচিব বলেন, আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে আমূল পরিবর্তন হয়েছে দেশের দরিদ্র মানুষের। এই প্রকল্পের মাধ্যমেই চরম দারিদ্র সীমার নিচের জনসংখ্যা ১০ ভাগ থেকে ৫.৮ ভাগে নেমে এসেছে। এর মাধ্যমে পুষ্টি নিরাপত্তার পাশাপাশি নারীর ক্ষমতায়নেও প্রভাবে পড়েছে।

/এমএন

Exit mobile version