Site icon Jamuna Television

বাংলা একাডেমিতে চলছে বৈশাখী মেলা

বাংলা একাডেমিতে ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে বৈশাখী মেলা। ২১ এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলা একাডেমির নজরুল মঞ্চে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

বাংলা একাডেমি ও বিসিক যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মেলা ৬০-এর দশকে বাংলা একাডেমিতে শুরু হয়। সেই ঐতিহ্য ধরে রেখে এখনও চলছে। ঈদের আগে এই মেলায় বেচাবিক্রি ভালো হবার প্রত্যাশা করছেন বিক্রেতা ও আয়োজকরা।

মেলায় বসেছে ১৩টি পাট ও চামড়াজাত পণ্যের স্টল। ৪৮টি বুটিকস ও ১০টি খাদ্য পণ্যের স্টল রয়েছে এতে। মেলায় সব মিলিয়ে ৮৮টি স্টল রাখা হয়েছে।

/এমএন

Exit mobile version