Site icon Jamuna Television

ছেলের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তামিম

ফেসবুক থেকে সংগৃহীত ছবি।

ছেলে আরহাম ইকবাল খানের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এর আগে, ঢাকার একটি হাসপাতালেও কিছুদিন ভর্তি ছিলেন তামিম পুত্র।

জানা গেছে, দেশে চিকিৎসা নিলেও পেট ব্যথা থেকে সেরে উঠতে পারছেন না আরহাম। এজন্যই বুধবার (১২ এপ্রিল) সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন তামিম।

এর আগে, আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শুরুর আগের দিন অসুস্থ হয়ে পড়ে তামিমের ছেলে। ফলে সংশয় দেখা দিয়েছিল তামিমের ম্যাচ খেলা নিয়েও। পরে অবশ্য টেস্ট খেলেছেন তামিম। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের দলেও রয়েছেন তামিম। তবে এ মৌসুমে আর দলের হয়ে মাঠে নামার সম্ভাবনা নেই তার।

/এসএইচ

Exit mobile version