Site icon Jamuna Television

জেনে নিন ২২তম রোজার সাহরি ও ইফতারের সময়সূচী

সংযমের মাস পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা মাসজুড়ে রোজা রেখে মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে ব্রত থাকবেন। রোজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সাহরি ও ইফতার। দিনের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্য রেখে সাহরি ও ইফতারের সময়সূচিতে আসে পরিবর্তন।

শুক্রবার (১৪ এপ্রিল) ঢাকা জেলায় সাহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিট। অন্যান্য জেলার সময়সূচি নিচের হিসেবে করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সাহরি খাওয়ার পর রোজা রাখার নিয়ত: নাওয়াইতু আন আছুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারকি ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।

বাংলায় অর্থ: হে আল্লাহ, আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতার করার আগে ইফতার সামনে নিয়ে এই দোয়া পড়তে হয়: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।

Exit mobile version