Site icon Jamuna Television

পঞ্চগড়ে বিএসএফের ছোড়া ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণে বাংলাদেশি কৃষক আহত

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় বিএসএফের ছোড়া ককটেল সাদৃশ্য নন মিথাল বোমে রবিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলার আটোয়ারী উপজেলার সোনাপাতিলা বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিউল ওই এলাকার ঝড়ু মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে আটোয়ারীর সোনাপাতিলা বিওপি ও ভারতের ভাইরা পাড়া সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতরে নিজ মরিচ ক্ষেতের পাশের জমিতে কাজ করছিলেন রবিউল ইসলাম। এ সময় ৫-৬ জন বিএসএফ সদস্য তার ক্ষেত থেকে মরিচ তুলে নিয়ে যেতে শুরু করে। এতে বাধা দিলে বিএসএফ সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওই কৃষকের দিকে ককটেল সদৃশ্য কিছু নিক্ষেপ করে। এতেই গুরুতর আঘাত পান রবিউল।

বর্ডার গার্ড বাংলাদেশ পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায় (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক নন মিথাল বোম নিক্ষেপে আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসজেড/

Exit mobile version