Site icon Jamuna Television

সিরাজগঞ্জে মাদকসহ দুই নারী আটক

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ র‍্যাবের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) রাত পৌনে রারোটায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সয়দাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ দুই জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন, কুমিল্লা জেলার বোরুড়া থানার তলেগ্রাম গ্রামের মো. মজলুর স্ত্রী মোছা. আয়শা খাতুন (৪০) ও একই জেলার চৌদ্দগ্রাম থানার কলা বাগান গ্রামের কবির হোসেনের স্ত্রী মোছা. মুর্শেদা খাতুন (৪৫)।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব ১২ অধিনায়ক মো. মারুফ হোসেন এক প্রেস একথা নিশ্চিত করে বলেন, র‍্যাবের একটি দল মাদকসহ তাদের আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করার কথা স্বীকার করেছে। পরে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

এটিএম/

Exit mobile version