Site icon Jamuna Television

অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছেন সত্তোরোর্ধ বৃদ্ধা, পরিচয় জানে না কেউ

সাতক্ষীরা প্রতিনিধি :

অভুক্ত, অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে আছেন বৃদ্ধা। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের সুইচগেট সংলগ্ন রাস্তার পাশে পড়ে আছেন তিনি।

পথচারী হাবিবুল্লাহ বাহার জানান, চলাফেরার সময় গত তিন দিন ধরে ওই মহিলাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখছি। স্থানীয় বাসিন্দা নন তিনি। কোথা থেকে এসেছেন কেউ বলতে পারছেন না। অনেকবার তাকে কথা বলানোর চেষ্টা করেছি কিন্তু তিনি কথা বলতে পারছেন না।

তিনি আরও বলেন, শারীরিকভাবে খুবই অসুস্থ। একটি হাত ভাঙা, সমস্ত গায়ে ক্ষত রয়েছে ঘা হয়েছে। মনে হচ্ছে অনেকদিন ধরেই অভুক্ত রয়েছেন। অসুস্থতায় কথা বলার পরিস্থিতি হারিয়েছেন। বয়স আনুমানিক ৭০ হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন বুশরা বলেন, ঘটনাটি আমাকে কেউ অবহিত করেননি। দ্রুত সময়ের মধ্যেই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

/এনএএস

Exit mobile version