Site icon Jamuna Television

রাজধানীর নবাবপুরে ডিসেন্ট বেকারির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নবাবপুরে ডিসেন্ট বেকারির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ডিরেক্টর লে. ক. মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, রাত ১০টা ৮ মিনিটে নবাবপুরের ভাই ভাই রোডে একটি গোডাউনে আগুনের সংবাদ পাই। কিন্তু পরবর্তীতে এসে দেখলাম এখানে দেখা গেলো ১৫-২০টি গোডাউন রয়েছে। পাশেই রয়েছে আশপাশের বিভিন্ন দোকানের কর্মচারীদের মেস। সেই মেস থেকে মূলত আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি বলেন, এখানে গ্যাসের লাইন ও সিলিন্ডার উভয়ই আছে। কিন্তু আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা পরে খতিয়ে দেখবো। এসময় তিনি উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণেরও দাবি জানান।

এর আগে একইদিন রাত ১০টা ২০ মিনিট নাগাদ নবাবপুরের ঢাকা হোটেল লাগোয়া এই বেকারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনী।

এটিএম/

Exit mobile version