Site icon Jamuna Television

সানেকে ঘুষি মেরে নিষিদ্ধ সাদিও মানে

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খারাপ পারফরমেন্সের প্রভাব পড়েছে বায়ার্ন মিউনিখের ড্রেসিংরুমেও। সতীর্থ লেরয় সানেকে ঘুষি মেরে রক্তাক্ত করেছেন সাদিও মানে।

ম্যানসিটির বিপক্ষে ম্যাচ শেষে মাঠের ভেতরই তর্কে জড়ান মানে-সানে। পরবর্তীতে এই ঘটনার জেরে তাদের মধ্যে ড্রেসিংরুমে হাতাহাতি হয়। একপর্যায়ে সাদিও মানে সানেকে ঘুষি মারেন বলে বিল্ড ও স্কাই স্পোর্টস জার্মানির খবরে জানানো হয়েছে।

এ সময় সানের ঠোঁট কেটে রক্ত ঝরে পড়ে। সাদিও মানে ইতোমধ্যে সানে এবং দলীয় অধিনায়কের কাছে তার আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। যদিও তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বায়ার্ন কর্তৃপক্ষ।

তবে তার শাস্তি সম্ভবত এটুকুতেই শেষ হচ্ছে না, ধারণা করা হচ্ছে মানেকে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে।

/এমএন

Exit mobile version