Site icon Jamuna Television

বরখাস্ত হলেন রোনালদোদের কোচ

আল নাসরের দায়িত্ব গ্রহণের এক বছরেরও কম সময়ের মধ্যে বরখাস্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদোদের কোচ রুদি গার্সিয়া।

সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, রোনালদোদের সঙ্গে বনিবনা হচ্ছে না তার। গত বছরের শেষ দিনে পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী রোনালদোকে দলে টানে আল নাসর। নতুন লিগে এই তারকা ফরোয়ার্ড ভালো খেললেও তার দল সম্প্রতি ছন্দে নেই। লিগে নিজেদের সবশেষ চার ম্যাচে সম্ভাব্য ১২ পয়েন্টের মধ্যে কেবল ৭ পয়েন্ট পেয়েছে তারা। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসর। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। লিগের ম্যাচ বাকি আছে আর সাতটি।

/এমএন

Exit mobile version