Site icon Jamuna Television

সারাদেশে ছড়ালো উৎসবের রঙ, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেয়ার প্রত্যয়

সারাদেশে নানা আয়োজনে বরণ করে নেয়া হচ্ছে বাংলা নতুন বছরকে। সবখানে ছড়িয়েছে উৎসবের রঙ। চট্টগ্রামে ডিসি হিল প্রাঙ্গণে সকাল সাড়ে ৬টায় শুরু বর্ষবরণের মূল আয়োজন। নাচ-গান-আবৃত্তিতে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা।

ডিসি হিল ছাড়াও নগরীর সিআরবির শীরিষতলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চারুকলা ইনস্টিটিউট ও জেলা শিল্পকলা একাডেমি থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।

খুলনায় সার্কিট হাউজের সামনে সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে উদীচী। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। পরে নগরীতে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নতুন বর্ষবরণে রাজশাহীতেও চলছে বর্ণাঢ্য আয়োজন। সকাল সাড়ে ৬টায় পদ্মাপাড়ে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে সম্প্রীতির বন্ধন গড়ার আহ্বান জানানো হয় এসব অনুষ্ঠানে।

সিলেটে সকালে সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে বর্ষবরণ উৎসব শুরু হয়। নগরীর ব্লু-বার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এছাড়া মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভাসহ দিনভর নানা আয়োজন রয়েছে। বিভাগীয় শহরগুলোর পাশাপাশি জেলা পর্যায়েও বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেয়া হচ্ছে নতুন বছরকে।

/এমএন

Exit mobile version