Site icon Jamuna Television

বার্সার নতুন অধিনায়ক আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি

বার্সালোনার নতুন অধিনায়ক হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ইনিয়েস্তার বিদায়ের পর তার আসনে মেসির নাম ঘোষণা করে স্পানিশ লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি।

২০০৫ সালে বার্সার হয়ে অভিষেকের পর থেকে ১৩ মৌসুম ন্যু ক্যাম্পে কাটিয়েছেন মেসি। ক্যারিয়ারের শুরু থেকে বার্সার জার্সিতে ৪১৮ ম্যাচে গোল করেছেন ৩৮৩টি। পেয়েছেন ক্লাব ফুটবলের সব ধরনের শিরোপার স্বাদ।

আনুষ্ঠানিকভাবে ২০১৮-১৯ মৌসুমে নিজেদের অধিনায়ক বাছাইয়ে চার জনের মধ্যে প্রথম পছন্দ হিসেবে ৩১ বছর বয়সী আর্জেন্টাইন তারকার নাম ঘোষণা করে বার্সা।

অধিনায়ক হবার সম্ভাব্য তালিকায় ছিলো আরও তিনজনের নাম। তারা হলেন- সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে ও সার্জিও রবের্তো।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version