Site icon Jamuna Television

এবার লাইসেন্স চেক করছে বাস মালিকরা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে লাইসেন্সবিহীন চালকদের গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা। সেই সঙ্গে বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় বের হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট বাস টার্মিনাল এলাকায় জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দিচ্ছেন জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক দেওয়ান বেদারুল ইসলাম বেদিন, সদস্য ইয়াছিন আলী, খাইরুল আলম, মোটর শ্রমিক নেতা পারভেজ, মীর শহীদ ফরহাদ সহ মালিক ও শ্রমিক নেতারা।

জয়পুরহাট জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক দেওয়ান বেদারুল ইসলাম বেদিন জানান, লাইসেন্স না থাকলে কোনো চালককে গাড়ি চালাতে দেয়া হবে না। যেসব চালকের লাইসেন্স রয়েছে কিন্তু সঙ্গে আনেননি তাদের বাস থেকে নামিয়ে দেয়া হচ্ছে এবং সেই সাথে শ্রমিকদের অবগত করার জন্য মাইকিং করা হচ্ছে। মালিকদের এই অভিযানে সকল শ্রমিকদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মালিক-শ্রমিকদের এই অভিযানকে স্বাগত জানিয়ে সাধারণ যাত্রীরা মালিকদের এই অভিযান নিয়মিতভাবে বহাল রাখার দাবি জানান।

Exit mobile version