Site icon Jamuna Television

গাজীপুর সিটি নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৫৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর ১৩ এপ্রিল বিকেল পর্যন্ত পাঁচ মেয়র প্রার্থীসহ মোট ১৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএন কামরুল হাসান জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল পর্যন্ত মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৫২ জন এবং সাধারণ আসনে কাউন্সিলর পদে ১০০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তিনি আরও বলেন, তফসিল অনুযায়ী প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত এ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হলো ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এএআর/

Exit mobile version