Site icon Jamuna Television

পহেলা বৈশাখে বঙ্গবাজার: ক্রেতা সংকট, বিক্রি নেই তেমন

পহেলা বৈশাখে চৌকি পেতে বসেছেন আগুনে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতা সংকটে তেমন বিক্রি নেই। এ কারণে বছরের প্রথম দিন ব্যবসায়ীদের মুখে হাসি নেই।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালেই বঙ্গবাজারের ব্যবসায়ীরা চৌকি পেতে বসে যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়তে থাকে। এরইমধ্যে দোকান বাড়তে থাকলেও সে তুলনায় ক্রেতা বাড়েনি। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা তীব্র গরমের কথা বলছেন। ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে ছাতার ব্যবস্থা করলেও এতে রোদ থেকে মুক্তি মিলছে না। তাই ব্যবসায়ীদের দাবি, পুরোটা ঢেকে দেয়ার ব্যবস্থা করা হলে হয়তো ক্রেতার সংখ্যা বাড়বে।

/এমএন

Exit mobile version