Site icon Jamuna Television

সরবরাহ পর্যাপ্ত থাকলেও বেশিরভাগ সবজির দর চড়া

পর্যাপ্ত সরবরাহ থাকার পরও রাজধানীর বাজারে ৬০ টাকার নিচে মিলছে না গ্রীষ্মের অধিকাংশ সবজি। ব্যবসায়ীরা জানালেন, তীব্র তাপদাহে পোকার সংক্রমণ বেড়েছে। বাড়তি দামে কীটনাশক কিনছে কৃষক। সেজন্য কম দরে সবজি দিচ্ছে না গৃহস্থ। মড়ার ওপর খাড়ার ঘাঁ হয়েছে সারের বাড়তি দর।

রাজধানীর সবজি বাজারে পটল, মুলার মতো সাধারণ সবজির দাম হাকা হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। বেগুনের কেজি ৮০ টাকা। এখনও নিম্নবিত্তের নাগালে নেই শসা। বাজারে সবচেয়ে বেশি দাম কাকরোলের। গেলো সপ্তাহের চেয়ে কমলেও পণ্যটির দর এখনও ১শ’ টাকার ওপরে। উত্তরের পাইকারি হাটেও একই চিত্র। গেলো সপ্তাহের চেয়ে বেশি দাম বিক্রি হচ্ছে প্রায় সব সবজি।

/এমএন

Exit mobile version