Site icon Jamuna Television

নাগরদোলায় চুল আটকে উপড়ে গেল তরুণীর খুলি, ২৫ ফুট নিচে পড়ে মৃত্যু

বাড়ি থেকে বেরিয়েছিলেন গাজন মেলা দেখতে। মেলায় খোলা চুলে উঠেছিলেন নাগরদোলায়। আর তাই যেন হলো তার মর্মান্তিক মৃত্যুর কারণ। নাগরদোলার লোহার বেয়ারিংয়ের খাঁজে আটকে থাকা গোছা চুল খুলিসহ উপড়ে মৃত্যু হলো তরুণীর।

শুক্রবার (১৪ এপ্রিল) ঘটনাটি ঘটেছে ভারতের বাঁকুড়ায়। নিহত তরুণীর নাম প্রিয়াঙ্কা বাউড়ি। খবর আনন্দবাজারের।

সংবাদ সূত্রে জানা যায়, বাঁকুড়ার প্রাচীন এবং ঐতিহ্যবাহী এক্তেশ্বর গাজন মেলার শুক্রবারই ছিল শেষ দিন। ভিড় জমে গিয়েছিল মেলায়। পার্শ্ববর্তী ভাদুল গ্রাম থেকে পরিবারের কয়েক জনের সঙ্গে মেলা দেখতে এসেছিলেন প্রিয়াঙ্কাও। এদিক ওদিক ঘোরাঘুরির পর সবাই মিলে নাগরদোলায় চড়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাগরদোলা ঠিক ঘুরতে শুরু করেছে, এমন সময় কোনোভাবে প্রিয়াঙ্কার খোলা চুল আটকে যায় নাগরদোলার বেয়ারিং এবং ধাতব দণ্ডে। সঙ্গে সঙ্গে আসন থেকে ছিটকে আটকে পড়ে চুলসহ নাগরদোলার একটি ধাতব দণ্ডে ঝুলতে থাকেন প্রিয়াঙ্কা। কয়েক সেকেন্ড ওভাবে ঝুলে থাকার পর আচমকা চুল এবং মাথার খুলির উপরের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় ২৫ ফুট উপর থেকে মাটিতে পড়ে যান প্রিয়াঙ্কা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। ওই হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তরুণীর।

এ ঘটনায় নিহতের পরিবার দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। ইতোমধ্যে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এটিএম/

Exit mobile version