Site icon Jamuna Television

গ্যাস নেয়ার পর গাড়ি চালু করতেই আগুন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শহরের একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়ার পর গাড়ির ইঞ্জিন স্ট্রার্ট দিতেই আগুন ধরে পুড়ে গেছে একটি প্রাইভেট কার। এতে কোন হতহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ীর অভ্যন্তরীণ সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে শহরের কুসুমবাগ এলাকায় মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে (ঢাকা মেন্ট্রো গ-১২-৬৮০৭) এর প্রাইভেট কার। গ্যাস নেয়ার পর চালক গাড়ির ইঞ্জিন স্টার্ট করতেই হঠাৎ আগুন ধরে যায়। পাম্পের লোকজন সাধারণ মানুষের সহযোগিতায় দ্রুত গাড়িটি ধাক্কা দিয়ে সামনের রাস্তায় নিয়ে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান শাহীন আহমদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গাড়ীর অভ্যন্তরীণ বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। গাড়িটি ধাক্কা দিয়ে বাইরে না আনলে ফিলিং স্টেশনের ভেতর ঝুঁকি ছিল।

Exit mobile version