Site icon Jamuna Television

করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে ভারতে ফের বাধ্যতামূলক হচ্ছে মাস্ক

ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১০৯ জন, মারা গেছেন ২৯ জন। এর জেরে আবারও স্বাস্থ্যবিধির নীতিমালা কড়াকড়ি করতে যাচ্ছে নয়া দিল্লি। খবর আনন্দবাজার পত্রিকার।

গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বগতি। বর্তমানে তা দাঁড়িয়েছে ৫.০১ শতাংশে। এই হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই নিরাপত্তার খাতিরে এরই মধ্যে জনসম্মুখে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে নয়ডা প্রশাসন। পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে নয়া দিল্লিতেও মাস্ক পরা বাধ্যতামূলক করা হতে পারে বলে জানা গেছে।

বর্তমানে ভারতের অধিকাংশ জনগণই করোনার দুটি ডোজ নিয়েছেন। বুস্টার ডোজও নিয়েছেন অনেকে। তাই এই সংক্রমণ রুখতে নতুন করে আর টিকা নেয়ার নির্দেশনা দিতে চায় না কেন্দ্রীয় সরকার। তবে যাদের জ্বর ও সর্দি-কাশিসহ করোনার লক্ষণ দেখা দিচ্ছে, তাদের বাড়িতে থাকারই পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।

এসজেড/

Exit mobile version