Site icon Jamuna Television

আজ স্বামীর প্রশংসা করার দিন

ছবি: সংগৃহীত

বছরের প্রতিটা দিনই কোনো না কোনো দিবস থাকে। যেমন শনিবার (১৫ এপ্রিল) স্বামীর প্রশংসা করার দিবস। প্রতি বছর এপ্রিলের তৃতীয় শনিবার স্বামীর প্রশংসা দিবস বা ‘হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে’ উদযাপন করা হয়।

স্বামীর কোনো কাজের প্রশংসা করতে চাইলে আজকের দিনটি বেছে নিতে পারেন। তাকে কোনো উপহার দিতে পারেন। পছন্দের কোনো খাবার রান্না করে খাওয়াতে পারেন। স্বামীর সাথে কোনো কারণে দূরত্ব তৈরি হয়ে থাকলে সেটি ঘুচানোর জন্য আজকের দিনটি ভালো উপলক্ষ্য হতে পারে।

বিভিন্ন জন বিভিন্নভাবে দিবসটি পালন করলেও এর প্রচলন কীভাবে হয়েছিল তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে এমনই আরেকটি দিবস আছে স্ত্রীদের জন্য যেটির নাম- ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ অর্থাৎ স্ত্রী প্রশংসা দিবস। সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার এই দিবস পালন করা হয়।

/এনএএস

Exit mobile version