Site icon Jamuna Television

সিরিয়াকে আরব লীগে ফেরাতে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

সিরিয়াকে পুনরায় আরব লীগে ফেরাতে সৌদি আরবের নেতৃত্বে বৈঠক করেছে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (১৪ এপ্রিল) জেদ্দায় আলোচনায় বসেন তারা। সেখানে এ নিয়ে উভয় পক্ষে আলাপ-আলোচনা হয়। খবর আল জাজিরার।

শুক্রবারের এই তাৎপর্যপূর্ণ বৈঠকে সৌদি আরব ও সিরিয়া ছাড়াও অংশ নেন মিসর, ইরাক ও জর্ডানের শীর্ষ কূটনীতিকরা। তবে এই ইস্যুতে চুড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা।

২০১১ সালের পর থেকে আরব বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সিরিয়া। সম্প্রতি অঞ্চলটির দেশগুলোর সাথে যোগাযোগ বাড়াতে শুরু করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দীর্ঘ ১১ বছর পর ফের সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব।

এসজেড/

Exit mobile version