Site icon Jamuna Television

শহিদুল আলমের মুক্তির দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ

আলোকচিত্রী শহিদুল আলম ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ হয়েছে। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশের আয়োজন করে লেখক-শিল্পী ছাত্র শিক্ষক ও সংস্কৃতি কর্মী।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ আন্দোলনে বাংলাদেশ নতুন করে জেগে উঠেছে। আন্দোলন দমানোর নামে শিক্ষর্থীদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ করেন ড. আনু মুহাম্মদ।

তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হলে গুজব বন্ধ হবে। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান। সমাবেশে, শহীদুল আলম ও শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি।

Exit mobile version