Site icon Jamuna Television

দেবরের সাথে অবৈধ সম্পর্কের অপবাদ দিয়ে মা-মেয়েকে ধর্ষণ

ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ বারাহী গোবিন্দ গ্রামে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার বিকেলে অভিযুক্ত দুই বখাটেকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দক্ষিণ বারাহী গোবিন্দ গ্রামে জেলে বাড়ির প্রবাসীর স্ত্রী বাড়িতে বেড়াতে আসেন তার দেবর। ওই রাতে দেবরের সাথে ভাবীর অবৈধ সম্পর্কের অভিযোগ তোলেন একই বাড়ির সেলুন দোকানদার নিপুন চন্দ্র দাস। এ সময় নিপুন তার বন্ধু সাইফুল ইসলামকে ঘটনাটি অবহিত করলে রাতে তারা জোরপূর্বক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে মিথ্যা অভিযোগ তুলে মা-মেয়েকে ধর্ষণ করে। সাইফুল ইসলাম পাশের বাড়ির জয়নাল আবেদিনের ছেলে। নিপুন চন্দ্র দাস জেলে বাড়ির প্রভাত চন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত বখাটে। তার বিরুদ্ধে চুরি-ডাকাতি-ছিনতাই ও ইভটিজিংসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এঘটনার নির্যাতিত পরিবার দাগনভূঞা থানায় মামলা দায়ের করলে পুলিশ দুইজনকে আটক করে। নির্যাতিতরা পুলিশ হেফাজতে রয়েছে। রোববার ফেনী সদর হাসপাতালে তাদের ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।

Exit mobile version