Site icon Jamuna Television

রেডিও বেচার সময় ‘ভাজ্জি’র ক্যামেরায় ধরা পড়লেন শচীনপুত্র

শচীনপুত্রকে ফেরি করতে দেখে সেলফি তুলে রাখলেন হরভজন সিং

দক্ষ ফেরিওয়ালার মতো রেডিও ফেরি করছিলেন শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন! আর সেখানে গিয়ে উপস্থিত শচীনের সতীর্থ হরভজন সিং। ক্যামেরা বন্দি করে ফেললেন অর্জুনকে। কিন্তু কী এমন ঘটলো যে শচীনপুত্রকে ফেরি করে বেড়াতে হচ্ছে?

লর্ডসের বাইশ গজে তখন ব্যাটে বলে লড়াই করছিলেন কোহলিরা। আর স্টেডিয়ামের বাইরে গলায় ঝোলা নিয়ে ডিজিটাল রেডিও বিক্রি করছিল অর্জুন। লন্ডনের এমসিসিতে তরুণ ক্রিকেটারদের সঙ্গে ট্রেনিং করতে গিয়েছিলেন অর্জুন। ট্রেনিংয়ের মাঝে রেডিও বিক্রি করেন তিনি। না, হাতখরচ যোগানোর জন্য নয়, বরং মাঠ কর্মীদের সাহায্যের জন্যই অর্থ তুলেন তিনি। খবর পেয়ে শচীন জুনিয়রের সাথে দেখা করতে যান ভাজ্জি। নিজেও কেনেন একটি রেডিও।

শচীনপুত্রের সেই ছবি পোস্ট করে টুইটারে লর্ডস ক্রিকেট মাঠের ম্যানেজমেন্টের পক্ষে লেখা হয়েছে, শুধু এমসিসি ইয়ং ক্রিকেটারদের সঙ্গে ট্রেনিং নয়, গ্রাউন্ড স্টাফদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অর্জুন।

আর হরভজন টুইট করেন, দেখুন কে রেডিও বিক্রি করছে। দ্রুতই ৫০টি রেডিও বিক্রি করে ফেলেছে। আছে আর মাত্র কয়েকটি। শচীন জুনিয়র!

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version