Site icon Jamuna Television

রাষ্ট্র প্রতিষ্ঠাতার জন্মদিনে সেজে উঠলো উত্তর কোরিয়া

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠাতার জন্মদিন পালিত হয়েছে উত্তর কোরিয়ায়। পিয়ংইয়ংয়ে আতশবাজি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। প্রয়াত কিম টু সাং এর ১১১তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানায় সাধারণ জনগণ। খবর কোরিয়া টাইমসের।

শনিবার (১৫ এপ্রিল) জাঁকজমকপূর্ণ এ আয়োজনে মাস্ক পরে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয় পরিবেশনায়। রাষ্ট্রীয় টিভি চ্যানেলে লাইভ প্রচার করা হয় সেই আয়োজন।

১৫ এপ্রিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠাতার জন্মদিনটি ‘ডে অব দ্য সান’ হিসেবে পালন করা হয় উত্তর কোরিয়ায়। দেশটির সবচেয়ে বড় ছুটির দিন বলে বিবেচিত এটি।

এসজেড/

Exit mobile version