Site icon Jamuna Television

বাবর আজমের শতকের দিনে নিউজিল্যান্ডকে ৩৮ রানে হারালো পাকিস্তান

ছবি: সংগৃহীত

বাবার আজমের অপরাজিত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের দেয়া ১৯৩ রানের টার্গেটে ১৫৪ রান তুলতে সক্ষম হয় ব্লাক ক্যাপসরা।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যুয়াটে নেমে প্রায় ১০ গড়ে প্রথম ১০ ওভেরই ৯৯ রান তুলে নেন মোহাম্মাদ রেজওয়ান আর বাবর আজমের উদ্বোধনী জুটি। রেজওয়ান ৫০ রানে থামলেও থামেননি বাবর আজম। ইনিংসের শেষ বলে চার মেরে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১১ চার ৩ ছয়ে সাজানো ছিল এই ইনিংস। শেষ দিকে ইফতেখারের ঝড় ৩৩ রানে ১৯২ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান।

জবাবে ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে ব্যার্থ হয় কিউই টপ অর্ডার। মার্ক চ্যাপম্যানের অপরাজিত ৬৫ রান ছাড়া বাকিরা বলার মতো রান না পেলে নির্ধারিত ওভারে ১৫৪ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

এই জয়ে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান।

/এনএএস

Exit mobile version