Site icon Jamuna Television

৩ শতাধিক হুতি বিদ্রোহীকে মুক্তি দিলো সৌদি আরব

ছবি: সংগৃহীত

আবারও বন্দি বিনিময় করলো সৌদি ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (১৫ এপ্রিল) ২য় দিনের মতো মুক্তি দেয়া হয় ৩ শতাধিক হুতি বিদ্রোহীকে। বিনিময়ে ছাড়া পান ১৬ সৌদি নাগরিক। খবর আল জাজিরা’র।

সৌদি বন্দিদের সাথে সুদানের তিন বন্দিকেও মুক্তি দেয় হুতিরা। রেডক্রসের তত্ত্বাবধানে শনিবার সৌদি আরবের আভা থেকে ১২০ হুতিকে নিয়ে সানার উদ্দেশে রওনা দেয় প্রথম ফ্লাইটটি। এরপর আরও তিনটি ফ্লাইটে নেয়া হয় বাকিদের। সানা থেকে ২০ বন্দিকে পাঠানো হয় সৌদি আরবে।

এর আগে শুক্রবার (১৪ এপ্রিল) আরও ৩১৮ হুতি বিদ্রোহীকে পৌঁছে দেয়া হয় ইয়েমেনের এডেন বন্দর ও সানায়।

২০১৪ সালে সানার নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা। পরের বছরে দেশটির সরকারকে সহায়তায় অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। যোগ দেয় সুদানও। সম্প্রতি সৌদি-হুতি আলোচনা শুরুর পর আট বছরের সংঘাতের অবসানে দেখা দিয়েছে আশার আলো।

/এনএএস

Exit mobile version