Site icon Jamuna Television

তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ যশোরের জনজীবন

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে যশোরের সাধারণ মানুষের জনজীবন। রোববার (১৬ এপ্রিল) বেলা আড়াইটায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া দফতরের তথ্য মতে, গত কয়েকদিন ধরে যশোরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

এদিকে তীব্র গরমে সবচেয়ে বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া মানুষ। কাজের সন্ধানে ঘরের বাইরে বেরিয়ে নাকাল হয়ে পড়ছেন তারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, তাপদাহ থেকে রেহাই পেতে অনেকে গাছের ছায়ায় অবস্থান নিয়েছেন। অনেকে দলবেঁধে পুকুরে নেমে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

এএআর/

Exit mobile version