Site icon Jamuna Television

বাস উল্টে খাদে, নিহত ৭

কুমিল্লার চান্দিনায় বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৫জন।

আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার নূরীতলায় এ দুর্ঘটনা ঘটে বলে কুমিল্লা হাইওয়ে পুলিশ জানিয়েছে। ঢাকাগামী তিশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এসময় বাসের সাত যাত্রী নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতালে পাঠান।

জেলা সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, বাসটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/কিউএস

Exit mobile version