Site icon Jamuna Television

শচীন পুত্র অর্জুনের আইপিএল অভিষেক

ছবি: সংগৃহীত

বাবা শচীন টেন্ডুলকার ছিলেন বিশ্ব ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। শচীনের ছেলে ২৩ বছর বয়সী অর্জুন টেন্ডুলকারের দুই বছর আগে মুম্বাই ইন্ডিয়ান্স দলে জায়গা পেলেও মাঠে নামার সুযোগ হচ্ছিলো না। অবশেষে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলে অভিষেক হয়ে গেল বাঁহাতি এই পেসারের।

ছবি: সংগৃহীত

ওয়াংখেড়েতে রোববার (১৫ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অর্জুনকে একাদশে রাখে মুম্বাই। কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের ছেলের মাথায় ক্যাপ তুলে দেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। শচীন টেন্ডুলকার আইপিএল খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে। শচীন ও অর্জুন টেন্ডুলকার প্রথম বাবা-ছেলে ডুও, যারা আইপিএলে খেলেছেন, তাও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে। যেটি ইতিহাসের বিরল ঘটনার একটি।

ছবি: সংগৃহীত

২০২১ সালে ২০ লাখ রুপিতে অর্জুনকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু সে বছর ইনজুরির কারণে দলের সঙ্গে থাকা হয়নি তার। এরপর ২০২২ সালে দলে থাকলেও মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামা হয়নি অর্জুনের। চোটের কারণে মুম্বাইয়ের মুল একাদশ থেকে জাসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ার পর কপাল খুলেছে অর্জুনের। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৩ বছর বয়সী এ বাঁহাতি বোলিং অলরাউন্ডার এখন পর্যন্ত খেলেছেন ৯টি ম্যাচ। এদিন, বোন সারা টেন্ডুলকার গ্যালারিতে উপস্থিত থেকে ভাইকে সমর্থন দিতে দেখা যায়।

/আরআইএম

Exit mobile version