Site icon Jamuna Television

রমিজ উদ্দিন কলেজ সংলগ্ন আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন কলেজের সামনে পথচারী পারাপারের জন্য আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আন্ডারপাস প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৩ কোটি ৮৭ লাখ টাকা। প্রকল্পটি নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে।

গত ২৯ জুলাই সড়কটিতে বাস চাপায় মারা যান রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী। এরপর শিক্ষার্থীদের ৯ দফা দাবির ভিত্তিতে কলেজের সামনে আন্ডারপাস নির্মাণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় আজ প্রকল্পের ফলক উন্মোচন করলেন তিনি।

Exit mobile version