Site icon Jamuna Television

কুমিল্লায় মালবাহী-যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, ৯ কোচ লাইনচ্যুত

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রেনের মোট ৯টি কোচ লাইনচ্যুত হয়েছে। এসব কোচ দুমড়ে-মুচড়ে গেছে বলে জানা গেছে।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দুইটি ট্রেনই চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল। এরমধ্যে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশন এলাকায় মালবাহী ট্রেনটি দাঁড়িয়ে ছিল। সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস। এতে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি এবং মালবাহী ট্রেনের দুটি কোচ লাইনচ্যুত হয়ে যায়।

এই দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ বিভিন্ন আন্তঃনগর ট্রেনের যোগাযোগ চালু হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প রেললাইন হিসেবে ‘ডাউন লেন’ ব্যবহার করে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনগুলো উদ্ধারকাজের জন্য চট্টগ্রাম থেকে একটি টিম রওনা করেছে। এই ঘংঘর্ষের ঘটনা দুই লেনের মধ্যে ঘটায় উদ্ধারকাজ শেষ হতে বেশকিছু সময় লাগতে পারে। দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এএআর/এমএন

Exit mobile version