Site icon Jamuna Television

নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থা

নাব্যতা সংকটে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে। ঘাটের দু’পাড়ে দেখা দিয়েছে তীব্র যানজট।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মা নদীর লৌহজং পয়েন্ট এবং বিকল্প চ্যানেল নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে গেল কয়েকদিন ধরেই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। তবে শনিবার থেকে তা প্রকট রূপ নেয়। রাত থেকে ১৮টি ফেরির মধ্যে কোনরকমে চলছে মাত্র দুই-তিনটি। এতে ঘাটের দু’পাড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

সীমাহীন ভোগান্তিতে পড়েছেন যাত্রী আর পরিবহন চালকরা। কখন ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে সে ব্যাপারে কিছু বলতে পারছে না ঘাট কর্তৃপক্ষ।

Exit mobile version