Site icon Jamuna Television

অর্থনৈতিকভাবে তুরস্ককে ধ্বংসের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: এরদোগান

অর্থনৈতিকভাবে তুরস্ককে ধ্বংসের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অভিযোগ- তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। বলেছেন, আঙ্কারার ওপর বাণিজ্য যুদ্ধ চাপিয়ে দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে লেখা এক কলামে এরদোগান জানান, যুক্তরাষ্ট্র আচরণ না শোধরালে অন্যান্য দেশের সাথে বন্ধুত্ব দৃঢ় করবে তুরস্ক।

রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী এস-ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি, সিরিয়া যুদ্ধসহ নানা ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও তুরস্ক। সম্প্রতি তুরস্কে গ্রেফতার এক মার্কিন ধর্মযাজকের মুক্তির দাবিকে কেন্দ্র করে এ উত্তাপ আরও বাড়ে। ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হন অ্যান্ড্রু ব্রুনসন। তাকে মুক্তি না দেয়ায় শুক্রবার, ইস্পাত-অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন রফতানি পণ্যে আঙ্কারার ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর প্রভাবে এরইমধ্যে ডলারের বিপরীতে ১৬ শতাংশ দর হারিয়েছে তুর্কি মুদ্রা লিরা।

Exit mobile version