Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে তীব্র দাবদাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলো রাজ্য সরকার

প্রচণ্ড তাপদাহ ভারতের পশ্চিমবঙ্গে। বাধ্য হয়ে সোমবার (১৭ এপ্রিল) থেকে সাতদিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। খবর দ্য হিন্দুর।

আগেরদিন রোববারও কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়। পূর্ব বর্ধমানে সর্বোচ্চ ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজ্যের আবহাওয়া দফতর বলছে, আগামী এক সপ্তাহ থাকবে এমন তাপপ্রবাহ। হিট স্ট্রোকসহ নানা রোগের শঙ্কা তৈরি হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি মোকাবেলায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২ মে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণার কথা থাকলেও আগেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হলো পশ্চিমবঙ্গে। এছাড়া বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র।

এটিএম/

Exit mobile version