Site icon Jamuna Television

সংঘর্ষে উত্তাল সুদান, জাতিসংঘের প্রস্তাবে সাড়া দিয়ে ৩ ঘণ্টার অস্ত্রবিরতি

সুদানে দ্বিতীয় দিনের মতো অব্যাহত সামরিক নেতৃত্ব ঘিরে সংঘাত। এখন পর্যন্ত অর্ধ-শতাধিক মানুষের প্রাণহানির কথা নিশ্চিত করা হয়েছে, আহত হাজারের বেশি। খবর রয়টার্সের।

সংঘাতপূর্ণ এলাকা থেকে হতাহতদের সরাতে মানবিক করিডর গঠনের আহ্বান জানায় জাতিসংঘ। সেটি বাস্তবায়নে অস্ত্রবিরতির প্রস্তাব দেয়া হয়। স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনঘণ্টা ছিলো অস্ত্রবিরতি।

স্বেচ্ছাসেবীদের অভিযোগ, সেসময়ও রাজধানী খার্তুমের বিভিন্ন এলাকায় চলে সংঘর্ষ। রাজপথে ঘুরছিলো ট্যাংক-সাঁজোয়া যান। আকাশে টহল দিচ্ছিলো যুদ্ধবিমান। চলমান লড়াইয়ে বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল এবং আঞ্চলিক জোট। বিশ্ব খাদ্য কর্মসূচির ৩ কর্মীর মৃত্যুতে জাতিসংঘ দেশটিতে কার্যক্রম স্থগিত করেছে। গেলো কয়েক সপ্তাহ টানাপোড়েন চলার পর শনিবার সশস্ত্র সংঘাতে জড়ায় দেশটির সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী আর এস এফ।

এটিএম/

Exit mobile version