
কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় এখনও উদ্ধার কাযর্ক্রম চলছে। আজ নাগাদ উদ্ধার কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল ট্রেন সংঘর্ষে ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দু’টি বগি উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, বাকি বগিগুলো আজকের মধ্যেই উদ্ধার করা হবে। বর্তমানে পাশের একটি ট্র্যাক দিয়ে ট্রেন চলাচল সচল করে অবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সড়কের যে ক্ষতি হয়েছে তা মেরামতেরও কাজ চলছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
গতকাল সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে।
এটিএম/



Leave a reply