Site icon Jamuna Television

আফগানিস্তানের পার্লামেন্টরি নির্বাচনে ৩৫ প্রার্থীর ওপর নিষেধাজ্ঞা

আফগানিস্তানের পার্লামেন্টরি নির্বাচনে ৩৫ প্রার্থীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। শনিবার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠির সাথে সম্পৃক্ত থাকায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়।

এক বিবৃতিতে দেশটির ‘ইনডিপেন্ডেন্ট ইলেক্টোরাল কমপ্লেইন্টস কমিশন’-IECC জানায়, ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্টরি নির্বাচনের আগে বিভিন্ন পর্যবেক্ষণ করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশ করা সেই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বর্তমান পর্লামেন্টের ১২ সদস্য। এছাড়া সতর্ক করা হয়েছে ৪৫ প্রার্থীকে।

উল্লেখ করা হয়, অন্তত ৩৪টি প্রদেশে জরিপ চালিয়ে শতাধিক প্রার্থীর বিরুদ্ধে নির্যাতন, খুন, ধর্ষণসহ নানা অভিযোগ চিহ্নত করা হয়। এরই মধ্যে IECC’র তালিকা প্রকাশের পরই প্রার্থী হতে নির্বাচন কামিশন বরারব আপিল করেছেন অনেক। দেশটিতে এবারের পার্লামেন্টরি নির্বাচনে লড়ছে ২ হাজার তিন’শ প্রার্থী। এছাড়া ২০১৯ সালের ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দেশটির প্রসিডেন্ট নির্বাচন।

Exit mobile version