Site icon Jamuna Television

র‍্যাবের ঈদ উপহার পেলো আত্মসমর্পণ করা দস্যুরা

সাতক্ষীরা প্রতিনিধি:

আত্মসমর্পণ করা বনদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র‍্যাব। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা র‍্যাব ক্যাম্পে এসব উপহার সামগ্রী ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেয়া হয়। এদিন সাতক্ষীরা-সুন্দরবন অঞ্চলের বিভিন্ন এলাকার ১৫ জন সাবেক দস্যু উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা র‍্যাব কমান্ডার মেজর জেএম গালিব হোসাইন খান বলেন, সরকারের সহায়তায় বনদস্যুদের পুনর্বাসন করেছে র‍্যাব। তারা এখন স্বাভাবিক জীবনে চলাফেরা করছে। তাদের জন্য র‍্যাবের পক্ষ থেকে এই ঈদ উপহার।

র‍্যাবের এ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাবেক এ দস্যুরা।

এএআর/

Exit mobile version