Site icon Jamuna Television

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার

ফাইল ছবি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার।তিনি এর আগে বাফুফের প্রটোকল অফিসারের দায়িত্বে ছিলেন।

ফিফা থেকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হলে খালি হয়ে যায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার গুরুত্বপূর্ণ পদটি। এরই প্রেক্ষিতে সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে কার্যনির্বাহী কমিটির জরুরি সভা চলে টানা দুই ঘণ্টা; কাকে দেয়া হবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব, এ নিয়ে।

সভাশেষে জানানো হয়, আগামী ৩ মাসের জন্য ইমরান হোসেন তুষারকে এই পদে দায়িত্ব দেয়া হয়েছে। সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত থাকতে পারবেন ভারপ্রাপ্ত হিসেবে।

এছাড়া, আবু নাইম সোহাগের বিরুদ্ধে ফিফা থেকে দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে বাফুফের ৪ সহ-সভাপতিকে নিয়ে  ৭ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

/এএইচ/এমএন

Exit mobile version