Site icon Jamuna Television

গরমে দিশেহারা মানুষ; রেকর্ড ভেঙেছে ঈশ্বরদীর তাপমাত্রা

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

পাবনা প্রতিনিধি:

চলতি মৌসুমে পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) উপজেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। এটিই ঈশ্বরদীর স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে তারা।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, চলতি মৌসুমে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে, প্রচণ্ড গরমে অতিষ্ট হয়ে উঠেছে মানুষ ও অন্যান্য পশুপাখি। বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণত কেউ বাইরে বের হচ্ছেন না। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা।

/এসএইচ

Exit mobile version