Site icon Jamuna Television

রোমানিয়ায় সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় লাখো মানুষ

রোমানিয়ার বুখারেস্টে চলছে সরকার বিরোধী আন্দোলন। শনিবার আন্দোলনের দ্বিতীয় দিনে রাজধানীর সরকারি ভবনের বাইরে জড়ো হয় হাজার হাজার মানুষ। পুলিশ বাঁধা দিলে শুরু হয় সংঘর্ষ। আহত হয় শতাধিক বিক্ষোভকারী।

রোমানিয়া ও ইউরোপিয় ইউনিয়নের পতাকা হাতে নিয়ে ভুভুজেলা বাজিয়ে সরকার বিরোধী স্লোগান দিয়েছে জনগন। বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করতে পানি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। জবাবে পানির বোতল ও ইট পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। এতে আইন শৃংখলা বাহিনীর কয়েকজনও আহত হয়।

আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরেও। রাজনৈতিক নেতাদের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সিবিউ, তিমিসোরা সহ আরও কয়েকটি শহরেও বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। রাজধানীতে শুক্রবার রাতে আন্দোলনে অংশ নিয়েছিল প্রায় ১ লাখ মানুষ।

২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই দুর্নীতির দায়ে আন্দোলন দানা বাঁধতে থাকে সোশ্যাল ডেমোক্র্যাট সরকারের বিরুদ্ধে।

Exit mobile version