Site icon Jamuna Television

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ উদ্ধারকৃত ৬০ অভিবাসনপ্রার্থীকে ঠাঁই দিলো মাল্টা

ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত ৬০ অভিবাসনপ্রার্থীর ঠাঁই হলো মাল্টায়। সেই তালিকায় রয়েছেন কয়েকজন বাংলাদেশিও। দেশটির কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

সম্প্রতি মাল্টা-লিবিয়ার মধ্যবর্তী সমুদ্রাঞ্চল থেকে উদ্ধার করা হয় এ সব অভিবাসীদের। পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত একটি জাহাজই উদ্ধার করে তাদের। গত কয়েক মাস ধরেই ইতালি সরকার এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিতর্কের মুখে পড়ে মাল্টা। অভিযোগ, ভূমধ্যসাগরে বিপদে পড়া অভিবাসনপ্রার্থীদের উদ্ধারে তারা উদাসীন।

এদিকে, গত দু’সপ্তাহ ধরেই ভূমধ্যসাগরে চার শতাধিক অভিবাসনপ্রার্থী ঠাঁই পাচ্ছেন না। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর তথ্য বলছে, চলতি বছরই ৩৪ হাজার অভিবাসনপ্রার্থী পৌঁছেছেন ইতালিতে। এছাড়া অবৈধ সাগর পথে আসতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৪৪১ জন।

এসজেড/

Exit mobile version