Site icon Jamuna Television

পানিতে ডুবতে থাকা বন্ধুকে বাঁচাতে নেমে নিজেও লাশ হলো মাদরাসাছাত্র

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে হাফেজিয়া মাদরাসার দুই শিক্ষার্থী মো. সিয়াম (১০) ও আল আমিনের (১২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ছোট নুনতোর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম নুনতোর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে ও আল আমিন একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

নিহত সিয়ামের বাবা মকবুল জানান, পুকুরের পাশে খেলার সময় জুতা পানিতে পড়ে গেলে তুলতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায় একজন। অপরজন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে সেও পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএআর/

Exit mobile version