Site icon Jamuna Television

রমনা পার্কের লেকে ডুবে মারা গেল দুই বন্ধু

রাজধানীর রমনা পার্কের লেকে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছে দুই বন্ধু। নিহতরা হলো কাকরাইল উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের নবম শ্রেনির শিক্ষার্থী আদনান (১৫) ও মাহফুজ (১৫)।

লেকের পারে থাকা কয়েকজন ব্যক্তি তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বিকাল সাড়ে চারটার দিকে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রমনা পার্কে কয়েক বন্ধু মিলে ফুটবল খেলা শেষে পার্কে গোসল করতে নামেন তারা। গোসলের একপর্যায়ে লেকের এপার থেকে ওপারে যাওয়ার উদ্দেশে মাহফুজ বন্ধু আদনানকে পিঠে নিয়ে সাঁতার শুরু করে। মাঝপথে গিয়ে মাহফুজ আর সাঁতার কাটতে পারছিল না।

এ সময় সাঁতার না-জানা আদনানও মাহফুজের গলা ছাড়ছিল না। ফলে দুজনেই পানিতে ডুবে যায়।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের অভিযোগ, পুলিশের জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করে কোন সাড়া পাওয়া যায়নি।

Exit mobile version