Site icon Jamuna Television

রংপুরে বাস চাপায় শিক্ষার্থী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রংপুরে বাস চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার দুপুরে দর্শনা মোড়ের শুটকির আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়ন হাসান কালেকটরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, বাইসাইকেলে স্কুল যাবার সময় পিছন দিক থেকে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিয়নের।

এ ঘটনার প্রতিবাদে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে স্থানীয় লোকজন ও জিয়নের সহপাঠীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলটে ছোড়ে পুলিশ। এতে বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বাসসহ কয়েকটি গাড়ি। এতে ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version