Site icon Jamuna Television

যমুনার ইউটিউব চ্যানেল এখন ভেরিফায়েড

দর্শকের আস্থা ও ভালোবাসায় ভর করে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার প্রত্যয়ে এগিয়ে চলেছে যমুনা টেলিভিশন। পথ পরিক্রমার প্রতিটি দিনই দায়বদ্ধতার সাথে সংবাদ প্রচার করার চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে চ্যানেলটি। সঠিক সংবাদ প্রচারের লক্ষ্যে প্রচলিত টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কাজ করছে যমুনার ‘নিউ মিডিয়া’ টিম। তার প্রাথমিক স্বীকৃতি হিসেবে সাবস্ক্রাইবারের সংখ্যা লক্ষাধিক হওয়ার পর এবার ভেরিফায়েড হলো যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল। যমুনা টেলিভিশনে প্রচারিত সংবাদ ও অনুষ্ঠানের পাশাপাশি আরও নিত্য নতুন কন্টেন্টে সাজানো হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/jamunatvbd)। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন রকমারি সব কন্টেন্টের সাথে।

এছাড়া, যখন ঘটনা তখনি সংবাদ পেতে যুক্ত থাকতে পারেন যমুনার ফেসবুক পেইজে (https://www.facebook.com/JamunaTelevision)। যেখানে দর্শক, পাঠকের আগ্রহ ও প্রয়োজন বিবেচনা করে আপডেট হতে থাকে নানা ধরনের কন্টেন্ট। আর প্রতিদিনকার খবর ও খবরের নেপথ্যের খবর নিয়ে যমুনা অনলাইন তো আছেই।

যমুনা টেলিভিশন: টিএফ

Exit mobile version