Site icon Jamuna Television

ঈদের নামাজ ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই: আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাইল ছবি।

ঈদের নামাজকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, ঈদ উপলক্ষে যাত্রী নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে বিশেষ বাহিনী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় যেনো নাশকতা বা চুরি-ছিনতাই না ঘটে, সেই লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে আইজিপি বলেন, একের পর এক অগ্নিকাণ্ডের ফলে রাজধানীর মার্কেটগুলোর কমিটির সাথে সমন্বয় করে বিশেষ নিরাপত্তা দেয়া হবে।

এএআর/এমএন

Exit mobile version