Site icon Jamuna Television

দ্বিতীয় দিনের মতো ফেরি চলছে শিমুলিয়া-মাঝিরঘাটে

শরীয়তপুর প্রতিনিধি:

দ্বিতীয় দিনের মতো শিমুলিয়া-মাঝিরঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আজ (১৯ এপ্রিল) সকাল ৬টায় শুরু হওয়া ফেরি চলাচল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সময় দুই প্রান্ত থেকে মোটরসাইকেল পারাপার করা যাবে। ফেরি পার হতে মোটরসাইকেল প্রতি ভাড়া ১৫০ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোটরসাইকেল পারাপারের জন্য শিমুলিয়া-মাঝিরঘাট নৌপথে কে-টাইপ ফেরি দুটি ফেরি ‘কুঞ্জলতা’ ও ‘কলমিলতা’ ভোলা থেকে আনা হয়। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে ফেরি দুটি শিমুলিয়া-মাঝিরঘাট নৌপথে চলাচল শুরু করে।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। ২৬ জুন সব ধরনের বৈধ যানবাহন চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হয়। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়। এরপর সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয়া হয়।

তবে বাইকাররা পারাপারের জন্য বিকল্প পথে ট্রাক-পিকআপে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতেন। অনেকে ঝুঁকি নিয়ে ট্রলার ও লঞ্চে মোটরসাইকেল নিয়ে পারাপার হতেন। এতে ৪০০ টাকা থেকে শুরু করে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত ব্যয় হতো।

এএআর/

Exit mobile version