Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে নারী ও শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক দু’টি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রিজের নিচে ও পার্শ্ববর্তী আলীপুর ব্রিজের নিচ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের পাশে খালের হানুবাইশ ব্রিজের নিচে একটি দেড় বছরে শিশু ও পার্শ্ববর্তী আলীপুর ব্রিজের নিচে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এটিএম/

Exit mobile version